স্পোর্টস লাইফ, ডেস্ক : লা লিগায় নতুন ইতিহাস লিখলো রিয়াল মাদ্রিদ। প্রথম দল হিসেবে স্প্যানিশ লিগে ৬,০০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে মাদ্রিদের অভিজাতরা।
রিয়াল বেতিসের বিপক্ষে সপ্তাহান্তের ম্যাচে রিয়াল জিতেছে ৫-৩ গোলে। ৮ গোলের থ্রিলারের ম্যাচেই মাইলফলক ছুঁয়েছে মাদ্রিদের অভিজাতরা। তারাই প্রথম দল হিসেবে লা লিগায় করলো ৬,০০০ গোল। মার্কো আসেনসিওর করা দলের তৃতীয় গোলে এই কীর্তি গড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।
আসেনসিওর লক্ষ্যভেদে শুরুতে এগিয়ে গিয়েও বেতিসের মাঠে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। তবে বিরতি থেকে ঘুরে এসে সের্হিয়ো রামোস জাল খুঁজে পেলে সমতায় ফেরে রিয়াল। এরপর ৫৯ মিনিটে দেওয়া আসেনসিওর দ্বিতীয় গোলে এগিয়ে যাওয়ার সঙ্গে লা লিগায় ৬,০০০ গোল পূরণ করে তারা।
পরে ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজিমা লক্ষ্যভেদ করলে বেতিসের বিপক্ষে ম্যাচ শেষে লিগে রিয়ালের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬,০০২-তে। লিগে কঠিন সময় কাটানো মাদ্রিদের ক্লাবটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নতুন এক কীর্তিও গড়লো এবার।