লড়ে জিতলেন মারে

স্পোর্টস লাইফডেস্ক : লক্ষ্য পুরুষ টেনিসের শীর্ষস্থান দখল। নোভাক জকোভিচের টানা ১২২ সপ্তাহ ধরে এ টি পি সার্কিটের পয়লা নম্বর আসনটির মালিকানা কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন অ্যান্ডি মারে।

এই ব্রিটিশ তারকা চলতি প্যারিস মাস্টার্স এবং মরশুম শেষের বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেনিসে ট্রফি জিততে পারলেই নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতেই পারেন।

তবে, বুধবার রাতে প্যারিস মাস্টার্সের প্রি-‌ কোয়ার্টার ফাইনালে উঠলেও মারেকে যথেষ্ট ঘাম ঝরাতে হল। ফের্নান্দো ভার্দেস্কোকে ৬-‌৩, ৬-‌৭ (‌‌৫-‌৭)‌‌, ৭-‌৫ হারানোর পথে উইম্বলডনজয়ী মারেকে বারবারই হোঁচট খেত হয়েছে।   ‌

Print Friendly, PDF & Email