স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার (২৯ সেপ্টেম্বর) হতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে শুরু হতে যাচ্ছে “বিমান বাংলাদেশ জাতীয় বীচ ভলিবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা)-২০১৮” । প্রতিযোগিতা চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।
উক্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৮টি দল অংশগ্রহণ করছে। প্রতি দলে ২ জন করে খেলোয়াড় ও ১ জন করে কর্মকর্তা থাকবে।
উক্ত প্রতযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ.কে.এম শাহজাহান কামাল, মন্ত্রী বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।
সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।