স্পোর্টস লাইফ, ডেস্ক : জিতলে আবারো ফিরে পেতেন হারানো সিংহাসন। তবে তা আর হয়নি জোকোভিচের। রোববার রাতে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে মারের কাছে হেরে গেছেন সার্বিয়ান এই তারকা। আর পাঁচবারের চ্যাম্পিয়ন এই তারকাকে হারিয়ে র্যাংকিংয়ের শীর্ষেই রইলেন মারে।
ফাইনালে যে জিতবে সে-ই শীর্ষে থেকে বছর শেষ করবে- এমন সমীকরণে মুখোমুখি হয়েছিলেন মারে ও জোকোভিচ। তবে জোকোভিচকে সরাসরি সেটে হারের লজ্জায় ডুবালেন মারে। প্রথম সেটে ৬-৩ গেমে হারের পর দ্বিতীয় সেটেও ৬-৪। আর ঘুরে দাঁড়াতে পারেননি জোকোভিচ।
জোকোভিচকে হারিয়ে এই নিয়ে টানা ২৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়া মারে বলেন, ‘আমরা এর আগে গ্র্যান্ডস্লাম ও অলিম্পিকের ফাইনালে লড়েছি। কিন্তু আমি এটি জিততে পেরে বেশ আনন্দিত। এটি এমন এক অর্জন, যেটি আমি আশা করিনি।’
এর আগে এই ইভেন্টে টানা চারটি শিরোপা জিতেছিলেন জোকোভিচ। মোট পাঁচটি শিরোপা নিয়ে রজার ফেদেরারের ছয়টি শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তে ছিলেন তিনি। তবে এ হারে তার অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো।