শুক্রবার করোনা ‘পজিটিভ’, আজ দলের ত্রাণকর্তা রুহান

স্পোর্টস লাইফ, ডেস্ককরোনা পরীক্ষার ফল বিভ্রাটে অদ্ভুত ঘটনার সৃষ্টিকারী হয়ে গেলেন আয়ারল্যান্ড উলভস দলের পেস বোলিং অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে কী অদ্ভুতভাবেই যেন ঘুরে গেল প্রিটোরিয়াসের ভাগ্য। শুক্রবার তিনি ছিলেন করোনা পজিটিভ আর আজ হলেন দলের উদ্ধারকর্তা।

শুক্রবার বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি প্রথম ইনিংসের ৩০ ওভার পর পরিত্যক্ত করা হয়েছিল। কারণ সেদিন ম্যাচের মাঝেই জানা গিয়েছিল করোনাভাইরাসে আক্রান্ত আয়ারল্যান্ড একাদশের অলরাউন্ডার রুহান।

কিন্তু ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই বদলে গেছে সব। নতুন করে করা করোনা পরীক্ষায় জানা গেছে, আগের পরীক্ষার ফলটি ছিল ভুল। শনিবার রাতে পাওয়া খবর অনুযায়ী রুহান করোনাভাইরাসে আক্রান্ত নন। যে কারণে আজ দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে নিয়েই খেলতে নেমেছে আয়ারল্যান্ড উলভস।

দুইদিন আগে করোনা পজিটিভ হওয়া রুহানই আজ দলের পক্ষে খেলেছেন সর্বোচ্চ ৯০ রানের ইনিংস। তার ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৩ রানের সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। সিরিজে লিড নিতে বাংলাদেশ ইমার্জিং দলকে করতে হবে ২৬৪ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। টস হেরে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড উলভস। তাদের হয়ে ইনিংসের সূচনা করেন জেমস ম্যাককলাম ও রুহান প্রিটোরিয়াস। উদ্বোধনী জুটিতে আসে ৮৮ রান।

জেমস সাজঘরে ফিরে যান ৬২ বলে ৪১ রান করে। প্রথম ব্রেকথ্রুটা দেন সুমন খান। তবে ঠিকই ফিফটি তুলে নেন রুহান, এগুতে থাকেন সেঞ্চুরির দিকে। কিন্তু তাকে তিন অঙ্কে যেতে দেননি বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ব্যক্তিগত ৯০ রানে রাকিবুলের বলে বোল্ড হন রুহান।

এরপর টুকটাক রানের দেখা পান পরের ব্যাটসম্যানরাও। স্টিফেন দোহানি ৩৭, অধিনায়ক হ্যারি ট্যাকটর ৩১, শেন গেটকেট ২৯ ও গ্যারেথ ডিলানি করেন ১৮ রান। এদের সম্মিলিত অবদানে আইরিশদের ইনিংস থামে ২৬৩ রানে।

বাংলাদেশ ইমার্জিংয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সুমন খান ও রাকিবুল হাসান। এছাড়া সাইফ হাসান ও মুকিদুল ইসলাম মুগ্ধর শিকার ১টি করে উইকেট।

Print Friendly, PDF & Email