স্পোর্টস লাইফ, ডেস্ক : অলিম্পিকে সোনা জয়ের পর বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেনেও জয়ের ধারায় রয়েছেন অ্যান্ডি মারে। তৃতীয় রাউন্ডের ম্যাচে ইতালিয়ান পাওলো লোরেঞ্জি হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান এ তারকা।
তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেটে ৭-৬ সেটে জয়ের পর দ্বিতীয় সেটেই হেরে যান মারে। তবে পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-২ ও ৬-৩ গেমে জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে ইউএস ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ আর টুর্নামেন্টের চতুর্থ বাছাই রাফায়েল নাদাল।