স্পোর্টস লাইফ, ডেস্ক : সপ্তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জয়ের জন্য লঙ্কান যুবাদের প্রয়োজন ছিলো ৩০৫ রান। কিন্তু ভারতের আক্রমনাত্মক বোলিংয়ে ৩৮.৪ ওভারে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় হাসান তিলকারত্নের শিষ্যদের ইনিংস।
জবাবে ৩০৫ রানের বড় লক্ষে খেলতে নেমে ভারতের স্পিন ঘূর্ণি ও পেস তোপের সামনে বড় কোন জুটিই গড়তে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। নিশান মাদুশঙ্কা ৪৯, নাভোদ পারানাভিথানা ৪৮ ও পাসিন্দু সুরইয়াবানদারা খেলেন ৩১ রানের ইনিংস। যা ম্যাচ শেষে সাকুল্যে ১৬০ রানের সংগ্রহ এনে দেয় লঙ্কান যুবাদের।
ভারতের হয়ে বলহাতে বাঁহাতি স্পিনার হার্শ তেয়াগি ৬টি, সিদ্ধার্থ দেশাই ২টি ও মোহিত জাঙ্গরা ১ টি করে উইকেট নিয়েছেন।ম্যাচ সেরার পুরস্কার ওঠে হার্শ তেয়াগির হাতে। টুর্নামেন্ট সেরা হন ভারতের যশোশি জশওয়াল।