স্পোর্টস লাইফ, প্রতিবেদক : শ্রীলঙ্কায় এবিসি চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।
তারই অংশ হিসেবে জাতীয় দলকে সমৃদ্ধ করতে সারা দেশ থেকে ভলিবল খেলোয়াড়দের নিয়ে সাত দিনের বাছাই প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশনের নির্বাচকরা।
এখান থেকে ৩০ সদস্যের প্রাথমিক দল গঠন করে শুরু হবে অনুশীলন ক্যাম্প।
সম্প্রতি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে তুর্কেমেনিস্তানের বিপক্ষে রানার্সআপ হয় বাংলাদেশ জাতীয় ভলিবল দল। তবে সে দলে ছিল মাত্র ১২ খেলোয়াড়। সঙ্গে অতিরিক্ত ২ জন নিয়ে করা হয়েছিল ওই জাতীয় দল।
তবে এবার জাতীয় দলকে সমৃদ্ধ করতে উদ্যোগ নিয়েছে ভলিবল ফেডারেশন। তাই দেশের বিভিন্ন ফেডারেশন-সংস্থা থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের উদ্যোগ নিয়েছে তারা। সাত দিনের এই বাছাই প্রক্রিয়া থেকে ৩০ জনকে নিয়ে করা হবে ২টি দল। তাদের নিয়ে শুরু হবে মূল কন্ডিশনিং ক্যাম্প।
আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়ান ভলিবল কনফেডারেশনের চ্যালেঞ্জ কাপ খেলতে যাবে বাংলাদেশ। ১০ জাতির ওই টুর্নামেন্টের সেরা আট দল খেলবে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে।