স্পোর্টস লাইফ, ডেস্ক : বিতর্ক দূরে সরিয়ে বান্ধবী ক্যাসি বেনেট-কে খুশি করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। জানিয়ে দিলেন ইউসেইন বোল্ট। রিও অলিম্পিক্সে ‘ট্রিপল ট্রেবল’ করার পরেই বিতর্কে জড়িয়েছিলেন বিশ্বের দ্রুততম মানব।
ব্রাজিলের জেডি দুয়ার্তের সঙ্গে একান্তে তিরিশতম জন্মদিন পালন করেছিলেন তিনি। যা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠেছিল ক্রীড়াদুনিয়া। বোল্টের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছিল।
বিতর্কের ঝড় এখন অনেকটাই সামলে উঠেছেন বোল্ট। ২৬ বছর বয়সী ক্যাসিকে নিয়ে সম্প্রতি প্রশান্ত মহসাগরে বোরা বোরা দ্বীপে ছুটিও কাটিয়ে এসেছেন তিনি। উচ্ছ্বসিত বোল্ট ক্যাসি প্রসঙ্গে বলেছেন, ‘‘এই সম্পর্কটা আমাদের দু’জনের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রত্যেকটা পদক্ষেপ আমরা একসঙ্গেই করি।’’ পাশাপাশি এও জানিয়েছেন, বিয়ে নিয়ে তাঁরা এখনই ভাবছেন না। বলেছেন, ‘‘আমিও পরিবার চাই। কিন্তু এখনও তার সময় আসেনি। তাই অপেক্ষা করছি সঠিক সময়ের জন্য। এই মুহূর্তে নিজের কেরিয়ার নিয়েই ভাবছি।’’
বোল্টের জন্মের অনেক পরে বিয়ে করেছিলেন তাঁর বাবা-মা ওয়েলেসলি ও জেনিফার। তিনটি অলিম্পিক্সে নয়টি সোনার মালিকও সেই পথ অনুসরণ করতে চান। বলেছেন, ‘‘আমিও ওঁদের মতো হতে চাই।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমিও তিনটি সন্তানের বাবা হতে চাই।’’
ট্র্যাকে তিনি অপ্রতিরোধ্য। অপরাজেয়। অথচ নিজের সন্তানদের অ্যাথলিট বানাতে চান না বোল্ট! বলেছেন, ‘‘আমি কখনওই চাই না ওরা ট্র্যাকে নামুক। অ্যাথলেটিক্স আমি নিজে দারুণভাবে উপভোগ করেছি। কিন্তু এখন প্রত্যাশার চাপ মারাত্মকভাবে বেড়ে গিয়েছে।
আমার সন্তানদের কখনও দৌড়নোর জন্য জোর করব না। তবে ওরা নিজেরা যদি অ্যাথলিট হতে চায়, বাধা দেব না। কিন্তু আমি কোনও দিনই বলব না, যাও তোমরা ট্র্যাকে নামো।’’