স্পোর্টস লাইফ, প্রতিবেদক : ৩য় সাউথ এশিয়ান জুনিয়র এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ ২০১৮ আগামী ৫-৬ মে, ২০১৮ এবং ৫ মে, সাফ মিটিং শ্রীলংকার, কলম্বো শহরে অনুষ্ঠিত হবে।
উক্ত গেমসে অংশগ্রহন করার জন্য ১৩ সদস্যের বাংলাদেশ এ্যাথলেটিকস দল আগামীকাল বৃহস্পতিবার (৩মে) দুপুরে জেট এয়ারওয়েজের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ত্যাগ করবে।
উল্লেখ্য যে, এই দলে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু), কাযনির্বাহী কমিটির সদস্য মিঃ জয়ন্ত কুমার দেব ও মোঃ কবিরুজ্জামান, সাফ মিটিং এ অংশগ্রহন করবেন।
উল্লেখিত সাফ ডেলিগেট ৩জন ব্যতিত বাংলাদেশ দলে ৮ জন খেলোয়াড়, ১ জন কোচ ও ১ জন ম্যানেজার রয়েছেন। বলে রাখা ভাল পুরো দলটাই তৈরী করা হয়েছে বিকেএসপির খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে।
অন্তর্ভুক্ত কর্মকর্তা ও খেলোয়াড় হলেন : মিসেস জান্নাত রেহেনা ফেরদোসী, ম্যানেজার, মিসেস শিরিন সুলতানা, কোচ, মোঃ জহির রায়হান, মোঃ হাসান মিয়া, মোঃ জুলফিকার নাইম জিহান, ফাউজিয়া আক্তার রুপা, সনিয়া আক্তার, শিউলী খাতুন, আইভি আক্তার অরিন, জান্নাতুল, এ্যাথলেট।
খেলা শেষে বাংলাদেশ দল আগামী ৮মে দেশে ফিরে আসবে।