স্পোর্টস লাইফ, প্রতিবেদক : টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মালিক হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিনে জো রুটকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে এই মাইলফলকে পৌঁছান সাকিব আল হাসান।
‘১৫০’ থেকে তিন উইকেট দূরে ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শুরুতে। প্রথম ইনিংসে ১৯ ওভার বল করে দুটি উইকেট নিয়েছিলেন সাকিব। শনিবার ফিল্ডিংয়ে নামার আগে মাইলফলক থেকে এক উইকেট দূরে ছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার।
এই মাইলফলক স্পর্শ করতে সাকিব খেলেছেন ৪৩টি ম্যাচ। সর্বোচ্চ সাফল্য নিউজিল্যান্ডের সঙ্গে ৩৬ রানে ৭ উইকেট। ‘প্রিয়’ জহুর আহমেদ স্টেডিয়ামেই তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছিলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ রফিক। ৩৩ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১০০। সেরা পাঁচ উইকেট শিকারের তালিকাতে সাকিব ছাড়া বর্তমান দলের আর কেউই নেই। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১০ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩৮ উইকেট। অন্যদিকে ৩৮টি ম্যাচ খেলে মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ ৩৭ উইকেট।
এ দিকে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব। আর মাত্র ১৪৬ রান করতে পারলে টেস্ট অলরাউন্ডারদের অনন্য এক ক্লাবে ঢুকে যাবেন তিনি।
এর আগে ক্রিকেটের এই এলিট ক্লাবে ঢুকতে পেরেছেন মাত্র ৯ জন ক্রিকেটার। তারা হলেন গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), ইমরান খান (পাকিস্তান), ইয়ান বোথাম (ইংল্যান্ড), কপিল দেব, রবি শাস্ত্রী (ভারত), ক্রিস কেয়ার্নস, ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), চামিন্দা ভাস (শ্রীলঙ্কা)।
টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূর্ণ করতে তার দরকার ১৪৬ রান। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে সাকিবের ব্যাট থেকে এসেছে ৩১ রানের ইনিংস। বর্তমান তার রান সংখ্যা ৪২ ম্যাচে ২ হাজার ৮৫৪।