স্পোর্টস লাইফ, প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সাতক্ষীরা ও ঠাকুরগাঁও-এ বৃহস্পতিবার (৮ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তৃণমুল পর্যায়ে প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬।
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন। এসময় উজস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা। ১০দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পটি পরিচালনা করছেন জাতীয় কোচ মিজানুর রহমান।
বাছাই কার্যক্রমে জেলার বিভিন্ন স্থান হতে ১০০জন ছেলে ও মেয়ে অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে মেধানুযায়ী ১০জন ছেলে ও ১০জন মেয়ে মোট ২০জনকে বাছাই করা হয়।
এদিকে, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেব উপস্থিত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসএ’র সাধারণ সম্পাদক মাসুদুর রহমান (বাবু)।
এ বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় কোচ আশরাফ আলি। সহকারী কোচের দায়িত্বে রয়েছেন মশিউর রহমান (বিপ্লব)।
বাছাই পর্বে জেলার বিভিন্ন স্থান হতে ৪০জন ছেলে ও ৩০জন মেয়ে মোট ৭০জন অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে ২০জনকে বাছাই করা হয় ১০দিন ব্যাপী প্রশিক্ষণের জন্য।