স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় “সামার ওপেন (র্যাংকিং) ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৮” বৃহস্পতিবার ঢাকাস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে।
টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন আশিকুর রহমান মিকু, উপ-মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বক্সিং ফেডারেশন । স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন বাহার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফেডারেশনের সহ-সভাপতি ও টূর্ণামেন্ট কমিটি সম্পাদক জহিরুল ইসলাম স্বপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেডারেশনের কার্যকরী সদস্য শাহ জালাল মুকুল।
উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত হতে পুরুষ খেলোয়াড় ২৩০ জন ও মহিলা খেলোয়াড় ৩২ জন অংশগ্রহন করেছে।