সিলেট জেলা প্রশাসক কাপ ফুটবলে বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন

স্পোর্টস লাইফ, প্রতিবেদক শেষ হলো ‘সিলেট জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট।’ সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের ফাইনাল সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ বনাম বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ৪-৩ গোলে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন বিজয়ী দলের গোলরক্ষক রাজ্জাক।

স্টেডিয়ামের গ্যালারিসগুলো দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় প্রতিটি মুহূর্তে ছিল টান টান উত্তেজনা। আক্রমণ-পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ের প্রতিটি ক্ষণই ছিল উত্তেজনায় ভরপুর। হাজার হাজার দর্শকের মুর্হুর্মুহু করতালি ও উত্তেজনায় স্টেডিয়াম যেন নান্দনিক ও শৈল্পিক খেলায় এক মহোৎসবে পরিণত হয়।

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আবদুল মোমেন, সিলেট রেঞ্জের ডি.আই.জি. অব পুলিশ কামরুল আহসান, বিপিএম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

Print Friendly, PDF & Email