স্পোর্টস লাইফ, প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিক মানের উশু খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এবং নতুন প্রতিভা অন্বেষনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে বাংলাদেশ উশু এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলায় তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের ৫ দিনব্যাপী উশু প্রশিক্ষণ আগামীকাল সোমবার (৫ডিসেম্বর) হতে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত শুরু হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমটি চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে প্রশিক্ষণ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ উশু এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার এক প্রস্তুতি সভা আজ রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শেখ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি জাকারিয়া তুহিন, সাংগঠনিক সম্পাদক মো: বেলাল উদ্দিন, কোচ জিয়াউর রহমান, কার্যকরি সদস্য সিরাজ উদ দৌলা, সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, রফিকুল ইসলাম সোহেল, নুরুল আবছার, মোহাম্মদ আলমগীর, আরিফ উদ্দিন, রাসেল উদ্দিন, মো: মীর মোশাররফ হোসেন ও সোহরাব হোসাইন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের চলমান উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর সাথে উশু এসোসিয়েশনের ব্যবস্থাপনাকে আমরা স্বাগত জানাই। তাছাড়া কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা সবসময় উশু এসোসিয়েশন পেয়ে আসছে। যার ফলে এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রমে সফলতা আসছে বলে জানানো হয়।
সভায় আগামিতেও উশুর যে কোন কার্যক্রম বাস্তবায়নে জেলা ক্রীড়া সংস্থার সহযোগি অব্যাহত থাকবে জানিয়ে এসোসিয়েশন নেতৃবৃন্দ উশু ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং নতুন প্রতিভা সৃষ্টিতে সকলের সহযোগিতা কামনা করেন।