স্বর্ণের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের পেছনে চীন

স্পোর্টস লাইফডেস্ক : রিও অলিম্পিকে স্বর্ণের লড়াই বেশ জমে উঠেছে। পঞ্চম দিন শেষে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও তাদের ঘাড়ে নিঃস্বাস ফেলছে প্রতিদ্বন্দ্বী চীন। তবে স্বর্ণের পদকে চীন লড়াই করলেও মোট পদকের তালিকায় বেশ এগিয়ে গেছে মার্কিনিরা।

শীর্ষ দশে অন্য দেশগুলো হলো, জাপান, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, যুক্তরাজ্য  ও ফ্রান্স।

পঞ্চম দিন শেষে শীর্ষ দশ দেশের পদক তালিকা দেওয়া হলো:

অবস্থান    দেশ    সোনা    রুপা    ব্রোঞ্জ    মোট
১    যুক্তরাষ্ট্র      ১১     ১১      ১০     ৩২
২    চীন          ১০       ৫      ৮     ২৩
৩    জাপান        ৬       ১      ১১     ১৮
৪    অস্ট্রেলিয়া     ৫        ২       ৫      ১২
৫    হাঙ্গেরি        ৫        ১       ১       ৭
৬    রাশিয়া       ৪        ৭       ৪       ১৫
৭    দ.কোরিয়া     ৪        ২       ৩       ৯
৮    ইতালি       ৩        ৬       ২       ১১
৯    যুক্তরাজ্য     ৩        ৩       ৬       ১২
১০    ফ্রান্স        ২        ৩       ১        ৬

Print Friendly, PDF & Email