স্বাধীনতা দিবস কুস্তি প্রতিযোগিতায় বিজিবি ও আনসার চ্যাম্পিয়ন

স্পোর্টস লাইফ, প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী স্বাধীনতা দিবস কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার।

বৃহস্পতিবার (২৯মার্চ) শহীদ ক্যাপ্টেন এম এ মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা পেয়েছে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। আর ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক পেয়ে রানার্স আপ হয়েছে আনসার। তৃতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের প্রাপ্তি ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক।

এদিকে, মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। তারা পেয়েছে ৫টি স্বর্ণ ও ৫টি রৌপ্যসহ মোট ১০টি পদক। আর ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক পেয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া ২টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ।

খেলা শেষে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ সহ অন্যান্যরা।

উল্লেখ্য এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ময়মনসিংহ জেলা দল থেকে পুরুষ ও মহিলা ২০টি ওজন শ্রেণীতে শতাধিক খেলোয়াড় অংশ গ্রহন করে।

 

Print Friendly, PDF & Email