স্পোর্টস লাইফ, ডেস্ক : একের পর এক সাফল্য পাচ্ছে মহিলা ফুটবল দল। জকি কাপ আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচে হংকংয়ের সঙ্গে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো। সেখানে মারিয়া-আঁখিরা স্বাগতিকদের ৬-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নিয়েছে। তহুরা খাতুনের হ্যাটট্রিক বড় ব্যবধানে জয় পেতে সাহায্য করেছে লাল-সবুজ দলকে।
হংকংয়ের সিউ সাই ওয়ান স্পোর্টস মাঠে রবিবার ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ হংকংকে নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে কোণঠাসা করে রাখে গোলাম রব্বানী ছোটনের দল। তহুরা খাতুন ৪ মিনিটে দলকে প্রথম গোল করে এগিয়ে নেন। ৪০ মিনিটে তার দ্বিতীয় গোলের আগে সাজেদা খাতুন আরও একটি গোল করেন ৩৯ মিনিটে।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। শেষ ৪৫ মিনিটও দাপট ছিল অব্যাহত। শামসুন্নাহার ৬৭ ও আনুচিং মারমা ৭২ মিনিটে গোল করে স্কোরলাইন করেন ৫-০। আর ফরোয়ার্ড তহুরা খাতুন ৭৪ মিনিটে দলের হয়ে শেষ পেরেকটি ঠুকে দিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। এ নিয়ে এই ফরোয়ার্ড এবারের আসরে দেখা পেলেন ৮টি গোলের, যা দলের হয়ে সর্বোচ্চ।
জকি কাপে মালয়েশিয়াকে ১০-১ ও ইরানকে ৮-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে হংকংকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি ট্রফিও জিতে নিলো! এ নিয়ে মেয়েদের ঝুলিতে পাঁচটি চ্যাম্পিয়নশিপ শিরোপা যোগ হলো।
২০১৫ সালে নেপালে এএফসি কাপ অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলে আঞ্চলিক পর্বে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালে তাজিকিস্তানেও এই ধারা অব্যাহত ছিল। ২০১৬ সালের শেষের দিকে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৭ সালের ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর এবার স্বাগতিক হংকংয়ের আমন্ত্রণমূলক কোনও আন্তর্জাতিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ।