হকিতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ কামাল

স্পোর্টস লাইফ, ডেস্কজাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম কামালকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক কামালকে নিষিদ্ধের কথা মিডিয়াকে জানান।

কামালকে নিষিদ্ধ করা হয়েছে চার বছর আগে হওয়া জাতীয় স্কুল হকির টাকা-পয়সার হিসেব না দেয়ার কারণে। ওই সময় কামাল ছিলেন টুর্নামেন্টের ভেন্যু ম্যানেজারের দায়িত্বে।

ফেডারেশনের দেয়া বাজেটের মধ্যে ৭৪ হাজার টাকার হিসেবে দেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও ম্যানেজার। ফেডারেশন চিঠির মাধ্যমে একাধিকবার কামালকে তাগাদা দিয়েছিল; কিন্তু টাকা ফেরত দেননি কিংবা সমন্বয়ও করেননি তিনি।

‘অনেক দিন ধরে এটা ঝুলে আছে। আমরা তাগাদা দিয়েও কোনো সাড়া পাইনি কামালের কাছ থেকে। বাধ্য হয়েই আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে’-বলেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক।

কতদিন নিষিদ্ধ থাকবেন সাবেক এ স্ট্রাইকার? আবদুস সাদেক বলেছেন, ‘যতদিন পর্যন্ত টাকাটা ফেরত না দেবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ হকির সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবে সে। এমনকি কামাল মওলানা ভাসানী স্টেডিয়ামেও ঢুকতে পারবে না।’

Print Friendly, PDF & Email