স্পোর্টস লাইফ, ডেস্ক : তার হাত গলেই তিনটি গোল হজম করতে হয়েছে লিভারপুলকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে আটকাতে পারেননি তিনি।
এজন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু তাতেও মন গলেনি লিভারপুল সমর্থকদের। গোলরক্ষক লোরিস কারিউসকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা বেশ সচেতন। কারিউসকে সাবধানে থাকতে বলা হয়েছে। তার জন্য বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যার হুমকি পান কারিউস। শুধু তিনিই নন, তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ মে) রাতে ৩-১ গোলের ব্যবধানে মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরে যায় লিভারপুল। ম্যাচ শেষেই আসে হত্যার হুমকি।
লিভারপুল পুলিশ জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে হুমকি এসেছে, আমরা সেটি গুরুত্বের সঙ্গে দেখছি। কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
দরকার হলে আমরা পুরো এলাকারজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উপর তদন্ত চালাবো।’