স্পোর্টস লাইফ, ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তিন রাউন্ড নিয়ে প্রথম পর্বের খেলা হয়েছিল গত জানুয়ারিতে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। লম্বা বিরতির পর আগামী ১০ এপ্রিল থেকে মাঠে গড়াবে প্রথম শ্রেণির ক্রিকেটের এই দ্বিতীয় পর্বের খেলা।
মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে টানা খেলার কারণে লম্বা সংস্করণের ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। তাই সিলেট, বগুড়া, রাজশাহী ও খুলনাতে হবে বিসিএলের শেষ তিন রাউন্ডের ম্যাচ।
জাতীয় দলের সব ক্রিকেটারদের বিসিএলে খেলা বাধ্যতামূলক করেছে টুর্নামেন্ট কমিটি। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে বিসিএলের তিনটি রাউন্ড জমজমাট হয়ে উঠবে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করা ক্রিকেটারদের চাইলে ফ্র্যাঞ্চাইজিরা দলে নিতে পারবে। এক্ষেত্রে বিসিবির নির্বাচক কমিটি ও টুর্নামেন্ট কমিটির অনুমোদন নিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে।
চতুর্থ রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে বিসিএলের দুইবারের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
তিন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বিসিবি উত্তরাঞ্চল। ৩ ম্যাচে ১টি জয় ও ২টি ড্রয়ে ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল সমান ৩টি ড্র নিয়ে রয়েছে দুই ও তিন নম্বরে। তাদের পয়েন্ট যথাক্রমে ৩০ ও ২৬। সবার নিচে অবস্থান মধ্যাঞ্চলের। ২টি ড্র ও ১টি পরাজয়ে তাদের পয়েন্ট ১৯।