স্পোর্টস লাইফ, ডেস্ক : এম জে এল বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শেষ হলো ‘১২তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০১৮’। যেখানে শিরোপা জিতেছেন মিঃ মোহাম্মদ মহসিন।আর রানার-আপ হয়েছেন মিঃ জং ওক পার্ক। নারী বিভাগে চ্যাম্পিন হন মিসেস তাহমিনা রহমান।
গত ১৪ ফেব্রুয়ারি কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টটি শুরু হয়। আর শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্ট্যাফ, লেফটেন্যান্ট জেনারেল, পিএসসি, জনাব মোঃ নাজিমুদ্দিন।
এবারের মোবিল কাপ গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও এম জে এল
বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আজম জে চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট গলফ খেলোয়াড়গণ।
এ টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. মুকুল হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ ওবাইদুল হক(অবঃ)সহ বাংলাদেশ আমর্ড ফোর্সেস এবং এম জে এল বাংলাদেশ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্ট্যাফ, লেফটেন্যান্ট জেনারেল, পিএসসি, জনাব মোঃ নাজিমুদ্দিন অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।