১৫০০ মিটারে সেরা কিপিয়েগন

স্পোর্টস লাইফডেস্ক : মেয়েদের ১ হাজার ৫০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন কেনিয়ার ফেইথ কিপিয়েগন। রিও অলিম্পিকে বিশ্ব চ্যাম্পিয়ন ইথিওপিয়ার গেনজেবে দিবাবাকে হারিয়ে তিনি সেরার আসনে বসেন।

চার মিনিট ৮.৯২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক নিশ্চিত করেন ২ বছর বয়সী কিপিয়েগন। রূপা জেতা দিবাবার চার মিনিট ১০.২৭ সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করেন।

ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের জেনিফার সিম্পসন। তিনি সময় নেন চার মিনিট ১০.৯২ সেকেন্ড।

Print Friendly, PDF & Email