স্পোর্টস লাইফ, প্রতিবেদক : শেষ হলো ‘ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লীগ’। এতে সোনারগাঁও চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ইসফট এরিনা ১২ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।
১০ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি তৃতীয়, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব চতুর্থ ও জিআইআইটি চেস একাডেমি পঞ্চম স্থান লাভ করে। চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্সআপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারী দল ১০ হাজার টাকা করে প্রাইজমানি পায়।
এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে দলগুলোকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
চ্যাম্পিয়ন এবং রানার্সআপ এই দুই দল ২০১৭ সালের প্রথম বিভাগ দাবা লীগে খেলার যোগ্যতা অর্জন করলো।
আজ বৃহস্পতিবার (১৭নভেম্বর) লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।