স্পোর্টস লাইফ, প্রতিবেদক : নেপাল ব্যাডমিন্টন এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় আগামী মঙ্গলবার (২৭নভেম্বর) হতে ২ডিসেম্বর পর্যন্ত নেপালের কাঠমুন্ডুতে “২য় সাউথ এশিয়ান গেমস-২০১৮” অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত গেমসে অংশগ্রহনের জন্য ৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দল ৬জন জুনিয়র খেলোয়াড়, ম্যানেজার হিসেবে সীমা ইসলাম রানী এবং কোচ হিসেবে আব্দুল হান্নান আগামীকাল সোমবার সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
বাংলাদেশ দল :
১. সীমা ইসলাম রানী, ম্যানেজার
২. আব্দুল হান্নান, কোচ
৩. মঙ্গল সিংহ
৪. গৌরব সিংহ
৫. এস.এম. সিবগাত উল্লাহ
৬. উর্মি আক্তার
৭. রেশমা আক্তার
৮. ফারবিন বিনতে এমদাদ