২০০মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে ফেল্পস

স্পোর্টস লাইফ ডেস্ক :  রবিবারই ঝুলিতে পুরেছিলেন উনিশ নম্বর অলিম্পিক সোনা। এবার লক্ষ্য স্বর্ণ সংগ্রহ আরও বাড়িয়ে নেওয়া। মাইকেল ফেল্পস সত্যিই বোধহয় থামতে জানেন না।

সোমবার রাতেই যেমন ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে উঠলেন ফেল্পস। যদিও, সেমিফাইনালে ফেল্পসের যা সময় হল তার চেয়েও ভালো সময় করে ফাইনালে গেলেন হাঙ্গেরির টামাস কেন্ডেরেসি। ওঁর সময় ১ মিনিট ৫৩.‌৯৬ সেকেন্ড। ফেল্পস সেখানে সাঁতার শেষ করলেন ১ মিনিট ৫৪.‌১২ সেকেন্ডে। মঙ্গলবার এই ইভেন্টের ফাইনাল।

২০০ বাটারফ্লাই বরাবরই ফেল্পসের খুব প্রিয় ইভেন্ট। ২০০৪ ও ২০০৮ গেমসে এই ইভেন্টে হাসতে হালতে সোনা জিতলেও চার বছর আগে লন্ডনে রূপো পেয়েই সন্ত্তুষ্ট থাকতে হয়েছিল মার্কিনী স্বর্ণমানবকে। এবার কী হয় এখন তাই দেখার।

এদিকে, ফেল্পস আরও একটি সোনার সামনে দাঁড়িয়ে পড়াটা নিশ্চিত করলেন যে রাতে সেই রাতেই তাঁর এক স্বদেশীয়ার কপাল পুড়ল। তিনি মিসি ফ্রাঙ্কলিন। বছর তিনেক আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে হাফ ডজন সোনা জিতে গোটা দুনিয়ার নজর কেড়ে নেওয়া এই দীর্ঘকায়া আমেরিকান সাঁতারু মেযেদের ২০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে উঠতেই ব্যর্থ হলেন। সেমিফাইনালে অপ্রত্যাশিতভাবে বারোজনের পরে শেষ করলেন মিসি।

অন্যদিক, হাঙ্গেরির মহিলা সাঁতারু কাটিঙ্কা হোসজুর স্বর্ণ অভিযান অব্যাহত। গত তিনটি অলিম্পিকে দেশের হয়ে জলে নেমে একটিও সোনা জিততে পারেননি যিনি সেই কাটিঙ্কা এবার রিও-‌তে ড্যাং ড্যাং করে জিতে নিলেন ব্যক্তিগত বিবাগে নিজের দু নম্বর সোনাটি।

সোমবার রাতে রিও অ্যাকোয়াটিক সেন্টারে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮.‌৪৫ সেকেন্ড সময় করে কাটিঙ্কা দাঁড়িয়ে পড়লেন ভিক্টরি পোডিয়ামের সবচেয়ে ওপরের ধাপটায়। তবে, শেষমেশ সোনা জিতলেও হাঙ্গেরির এই জলমানবীকে পুলে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন আমেরিকার ক্যাথলিন বেকার। শেষ পর্বে বাজিমাত করে যান কাটিঙ্কা।   ‌

Print Friendly, PDF & Email