স্পোর্টস লাইফ, ডেস্ক : রিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্টেও সোনা জিতেছেন জ্যামাইকার এলেইন টম্পসন। বৃহস্পতিবার সকালে ২১.৭৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন দ্রুততম মানবী টম্পসন।
২৪ বছর বয়সী টম্পসনের গতির সঙ্গে শেষ পর্যন্ত পাল্লা দিতে পারেননি বেইজিংয়ে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাকেই পেছনে ফেলা স্কিপার্স। ২১.৮৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন এই তারকা।
আর ১০০ মিটারে রুপা পাওয়া যুক্তরাষ্ট্রের টরি বোউই পেয়েছেন ব্রোঞ্জ। তিনি সময় নিয়েছেন ২২.১৫ সেকেন্ড।