স্পোর্টস লাইফ, প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার (১০ডিসেম্বর) হতে শুরু হয়েছে “৪র্থ জাতীয় জুজুৎসু কারাতে প্রতিযোগিতা-২০২১”।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন এসোসিরেয়শনের প্রেসিডেন্ট ও পররাস্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স, এমপি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি, এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নাদিয়া আহসান, ইতালিয়ান সমাজ সেবক লুপি ও সাধারণ সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম নিউটন সহ অন্যান্যরা।
এবারের প্রতিযোগিতায় জুনিয়র বালক-বালিকা ১০ হতে ১৩ বছর, জুনিয়র বালক-বালিকা ১৪ হতে ১৭ বছর এবং সিনিয়র ১৮-৩৫ বছর পর্যন্ত এই ৩বিভাগে ২৫টি ক্যাটাগোরীতে ৩২টি দল থেকে মোট ৩০০জন খেলোয়াড় অংশ গ্রহন করছে।