স্পোর্টস লাইফ, প্রতিবেদক : ভিয়েতনামের ডানাং শহরে চলমান ৫ম এশিয়ান বীচ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ মহিলা বীচ কাবাডি দল আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) তাদের খেলায় শ্রীলংকা মহিলা বীচ কাবাডি দলের সাথে পরাজিত হয়।
এ্যাথলেটিক্স ইভেন্টে বাংলাদেশের মেজবাহ আহমেদ চূড়ান্ত পর্বে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করেছে।
এবং বাংলাদেশ বীচ ভলিবল দল (পুরুষ) মালদ্বীপের বিপক্ষে ২-১ সেটে জয়লাভ করেছে।
এছাড়া বাস্কেটবল দল তুর্কিমেনিস্থান এবং মঙ্গোলিয়ার কাছে পরাজিত হয়।