৬ বছর পর স্কুল ফুটবল

স্পোর্টস লাইফ, ডেস্ক : ২০১২ সালে হয়েছিল সর্বশেষ আসর, এরপর ৬ বছরে হয়নি জাতীয় স্কুল ফুটবল। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে স্কুল ফুটবল। আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেশের ৫৬ জেলার একটি করে স্কুল নিয়ে হবে এই প্রতিযোগিতা।

২০১২ সালে হওয়া সর্বশেষ আসরে উপজেলা পর্যায়ে হয়েছিল স্কুল ফুটবল। যদিও সেবার অনেক জায়গায়  খেলাই হয়নি। ঢাকায় যখন চূড়ান্ত পর্ব শুরু হয়, তখন দেখা গেছে খেলোয়াড়দের বয়সও ঠিক নেই। এবার বাফুফে আসরটি বড় পরিসরে করছে না। আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়ার জেলা চ্যাম্পিয়ন দলকে নিয়েই তারা এ প্রতিযোগিতা শুরু করছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, খেলা হবে ৭ জোনে। সেগুলো হলো- ঢাকা, রংপুর, সাতক্ষীরা, রাজশাহী, সিলেট, ফেনী ও বরিশাল। জোনাল চ্যাম্পিয়নদের নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। বাফুফে অবশ্য ফিফার ফরোয়ার্ড প্রোগ্রামে শুধু এই স্কুল ফুটবলের জন্যই অনুদান পাচ্ছে প্রায় ৯০ লাখ টাকা। এছাড়া এই আসরের স্পন্সর থাকছে প্রাণ ডেইরি মিল্ক লিমিটেড।

বৃহস্পতিবার বাফুফে ভবনে হওয়া সংবাদ সম্মেলনে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি সহ উপস্থিতি ছিলেন অন্য কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email