কতটা দাপট ছিল লেডেকির, সেটি এই তথ্য থেকে বুঝে নিতে পারেন। রুপাজয়ী ব্রিটেনের জ্যাজ কার্লিন সময় নিয়েছেন ৮ মিনিট ১৬.১৭ সেকেন্ড। হাঙ্গেরির বোগলারকা কাপাস ব্রোঞ্জ জিততে সময় নিয়েছেন ৮ মিনিট ১৬.৩৭ সেকেন্ড।
এমনভাবে পুলে নেমে ঝড় তুলছেন, তাঁকে এখনই ঠারেঠোরে কেউ মেয়েদের ‘মাইকেল ফেল্প্স’ বলতে শুরু করে দিয়েছেন। সেটিএকটু বাড়াবাড়ি মনে হতে পারে। তবে রিও অলিম্পিকে যেন সে পথেই হাঁটছেন (পড়ুন সাঁতরাচ্ছেন) লেডেকি। ১০০ মিটার ফ্রি স্টাইলেররিলেতে রুপা জিতে শুরু হয়েছিল রিও অলিম্পিক অভিযান।
এরপর ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন বিশ্ব রেকর্ড গড়ে। ২০০মিটার ফ্রি স্টাইলেও সোনা জিতেছেন, যদিও বিশ্ব রেকর্ড হয়নি। ২০০ মিটার ফ্রি স্টাইলের রিলেতেও বলতে গেলে একাই দেশকে সোনাএনে দিয়েছিলেন।
রিও অলিম্পিকেই সোনার সংখ্যাটাকে আজ পাঁচে নিয়ে গেলেন লেডেকি।